বইয়ের রিভিউ কেনো লিখি?

রিভিউ লিখে ব্যক্তিগত কোনো লাভ নেই। আরেকজনের বই নিয়ে নিজের সময় যায়,শক্তি যায়, চিন্তা খরচ করতে হয়। তবুও লিখি। রিভিউ থেকে চাওয়ার মতো জিনিস খুবই অল্প।
অন্তত ৫০ জন মানুষ— যাদের বইটির নাম কিংবা লেখকের নাম কখনোই শোনার কথা না, তারা যদি নামটা শোনেন, সেটাই প্রাপ্তি। অন্তত ১০ জন মানুষ যদি বইটা পড়তে চান বলে মনে মনে ঠিক করেন, সেটা প্রাপ্তি। অন্তত ২ জন মানুষ যদি বইটা কিনে পড়েন, এরচেয়ে বড় প্রাপ্তি আর নেই।
কিছুক্ষণ আগে লেখক, সাংবাদিক ইমতিয়ার শামীমের এই ছোটো বইটা শেষ করেছি। খুব ইচ্ছা করলেও চিন্তা করে দেখলাম, এই বইয়ের রিভিউ লেখা আমার পক্ষে সম্ভব না। প্রথম দুই-তিন পৃষ্ঠা পড়ে মনে হয়েছে বইটা কিছুটা ওভাররেটেড(?) কিছু কিছু জিনিস ধরতে সমস্যা হচ্ছিলো খানিকটা।
আর কিছুদূর এগুতেই আমি থমকে গেছি । সত্যি সত্যিই প্রচন্ড ভয় পেয়েছি , এমন ভয়— যেটা কোনো ভূতের বইতে পর্যন্ত পাওয়া যায় না। এটা কোন বাংলাদেশের গল্প পড়ছি ,কল্পনা করতে পারছিলাম না । মুক্তিযুদ্ধের সময়কার গল্পগুলো সবাই ঘটা করে জানলেও মুক্তিযুদ্ধ পরবর্তী সাহিত্যে , বিশেষ করে এরশাদের সময় পর্যন্ত রাজনীতির একটা আবছা চেহারা আমরা পাই । ইমতিয়ার শামীম বইটিতে সেই সময়ের রাজনীতির নগ্নতা প্রকাশ করে দিয়েছে বীভৎস সুন্দরভাবে।
পুরোটা বই পড়ার সময় মনে হয়েছে , আমি কি গদ্য পড়ছি ,নাকি পদ্য? কবিতার সুরে গদ্য লেখা এই প্রথম পড়লাম । ১৯৭১ সালে আমরা বাইরের শত্রু থেকে রক্ষা পেলেও ঘরের শত্রুদের থেকে রক্ষা পাইনি। ক্রমেই ক্ষমতায় আসে মুজিব বাহিনী , রক্ষী বাহিনী , রাত বাহিনী , জলপাই বাহিনী , ঈগল বাহিনী , এমনকি পেঙ্গুইগল বাহিনী। বইটি তথাগত নামের একজন কিশোর , বালক, কিংবা যুবককে নিয়ে, যে দীর্ঘ পথ পাড়ি দেয় এই অস্থিরতা আর অরাজকতার মাঝে।
কিছু কিছু বই রেটিং এর উর্ধ্বে , এই বইটাও সেরকম একটা বই। আমার ক্ষমতা থাকলে জোর করে হলেও ১০০ জন মানুষকে পড়াতাম। আর ইমতিয়ার শামীমের মতো লেখকদের উপর সত্যিই রাগ হয়। এমন বই প্রচারবিহীন রেখে পাঠককে বঞ্চিত করার পেছনে কি কারণ থাকতে পারে জানিনা । গুডরিডস কিংবা বইয়ের গ্রুপগুলো না থাকলে বইটাকে বাঁচিয়ে রাখা সত্যিই হয়তো কঠিন হতো। তবে কোনো না কোনোভাবে হোক বই বেঁচে থাকতো বলে বিশ্বাস করি। ভালো কাজগুলো মরে না। ভালো সাহিত্য মরে না। অচিরেই বইটিকে বাংলা সাহিত্যের ক্লাসিক হিসেবে দেখবো বলে অপেক্ষায় রইলাম। মাঝে বইটা প্রিন্ট আউট হলেও আবারও নতুনভাবে প্রকাশ করেছে পেন্ডুলাম প্রকাশনী। পেন্ডুলামকে ধন্যবাদ!
শেষ করছি বইয়ের ভেতর আমার প্রিয় কিছু লাইন দিয়ে,

আমি বড় হয়ে যাই মাত্র একদিনের ভেতর ,আর সত্যি করে বলতে গেলে মাত্র একটা ঘটনা ঘটার মধ্য দিয়ে। মনে হয় , ঐ ঘটনা কবে ঘটবে সেই জন্যেই আমি অপেক্ষা করছিলাম অনন্তকাল। কবে আমার মা মারা গেছে , কবে বাবা আবার বিয়ে করেছে কিছুই আমার স্মৃতিতে নেই স্পষ্ট করে । এও আমি মনে করতে পারবো না কবে মনীষাকে প্রথম দেখি। আমাকে শুধু মাঝে মাঝে এমন স্মৃতি আক্রান্ত করে যে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বালক আমি। আমার ডান হাতের তর্জনিটা বাবা সযত্নে ধরে রেখেছে- যেন আমি হারিয়ে যাব। কখনও ঠান্ডা বাতাস , কখনোবা মৃদু শিশিরের পতন আমাদের স্পন্দন ছুয়ে যাচ্ছে যত্ন করে। ভোরের আলোয় ঝরে পড়ছে স্নিগ্ধ শিউলি ফুল । আমরা থমকে দাড়াই ,কিংবা আমরা হাঁটতেই থাকি শিউলি ফুলের মতো ঝড়তে ঝড়তে ,ভোরের আলো কখন আমাদের অবগাহন করবে সেই প্রত্যাশায় । হাঁটতে হাঁটতে আমার বয়স কমে যেতে থাকে। আমি এত তরুণ হয়ে যাই যে আমাকে কিশোর বলে বিভ্রম হয় , এত কিশোর হয়ে যাই যে আমাকে বালক বলে ভুল করা যায় , এত বেশি বালক হয়ে যাই যে আমাকে শিশু বলে মনে হতে থাকে …❞


Tags

24 Responses

  1. সুন্দর লেখা। একটি কথা: রিভিউ লেখক গ্রন্থ লেখকের চেয়েও বেশী বিখ্যাত ও পরিচিত হতে পারেন। রিভিউ লেখা সহজ কাজ না। একজন লেখকের কাছে একজন রিভিউ লেখক অনেক দামী একজন মানুষ। ~ড.তাবারক হোসেন।

  2. priligy alternative 23 Cross sections were incubated overnight with polyclonal antibodies specifically staining human myeloperoxidase rabbit polyclonal; 1 4000 dilution; DAKO, Heverlee, Belgium, CD4 clone 1F6; 1 15 dilution; DAKO, CD8 clone 4B11; 1 200 dilution; Novocastra, Newcastle, UK, CD20 clone L26; 1 1000 dilution; DAKO, CD68 clone KP6; 1 400; DAKO, and CD138 clone B B4; 1 1000 dilution; Serotec, Oxford, UK

  3. Inverse effects of the CHT plus ET combination in premenopausal versus postmenopausal patients and a still existing minority of patients not receiving guideline adherent treatment should be further investigated in future studies where to buy priligy usa This is a real world result, but we need to be very careful and cautious about coming out at this point and saying, Yes, 6 months is enough

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *