পরমা বারবার ঘড়ি দেখছে। রাত তিনটা বাজতে আরও সাতাশ মিনিট বাকী। এই সাতাশ মিনিট পরমার জীবনে ভীষণ গুরুত্বপূর্ন সময়। সাতাশ মিনিটের অপেক্ষা করতে করতে পরমার ছেলেবেলার কথা মনে পড়লো।স্কুলের পরীক্ষাগুলোতে খাতা জমা দেওয়ার আগে কয়েকবার রিভিশন দেওয়ার নিয়ম শিখিয়েছিলেন মা।

“রি-ভিশন” অর্থ হচ্ছে “আবার দেখা।” আবার দেখার একটা সুবিধা আছে। সময় উত্তীর্ন হবার আগেই ভুল ত্রুটি সংশোধন করা যায়। ঘণ্টা দিলেই শেষ। কেল্লা ফতে। কিছুক্ষন পরেই পরমার ২৫ বছরের জীবনের ঘন্টা বাজবে। ঢং ,ঢং,ঢং…

একইসাথে পরীক্ষার্থী এবং ঘণ্টাবাদক হয়ে পরমা সামান্য কৌতুক অনুভব করলো।

পরমা ঠিক করেছে এই সাতাশ মিনিটে সে তার জীবনটাকে রিভিশন দিবে । জীবন আর পরীক্ষার খাতা যেহেতু এক নয় ,এখানে ভুল ত্রুটি সংশোধনের কোনো সুযোগ নেই। এখানে সমাধান একটাই,মেনে নেওয়া। মেনে নাও নাহয় মরো।
মেনে নাও নাহয় দুঃখ পেটে নিয়ে বাঁচো। সময় হলে দুঃখ প্রসব করো।
যেহেতু পরমা মানতে পারছে না এবং সম্ভাব্য কোনো রাস্তাতেই তার পক্ষে হাঁটা সম্ভব নয় ,সে অপেক্ষা করছে রাত তিনটা বাজার।

এই মুহূর্তে সিলভিয়া প্লাথের একটা কবিতার কথা মনে পড়ছে পরমার । “Mad Girl’s Love Song” কবিতার শেষ তিন লাইনে তিনি বলেছেন ,
“I should have loved a thunderbird instead;
At least when spring comes they roar back again.
I shut my eyes and all the world drops dead”

সিল্ভিয়া প্লাথের নিউরোটিক কিছু সমস্যা ছিলো,অন্তত তার গল্প-কবিতাগুলো তাই বলে । তিনি একবার এক জার্নালে লিখেন , নিজেকে হত্যা করে পৃথিবীর সকল দায়িত্ব থেকে তিনি মুক্তি পেতে চান। হামাগুড়ি দিয়ে ফেরত যেতে চান মায়ের গর্ভে । প্লাথ তাঁর কথা রেখেছিলেন। এক সকালে তাঁর মাথা ঢোকানো অবস্থায় উদ্ধার করা হয় ওভেনের ভেতর থেকে ,কার্বন মনোক্সাইড পয়জনিং এ ততক্ষণে তাঁর মৃত্যু হয়ে গেছে।

পরমা ঘড়ি দেখলো । সময় কাটছে না আজ । আপাতত বিছানায় হাত পা ছড়িয়ে আয়েশ করে শুয়ে আছে সে। প্রকান্ড এই পৃথিবীতে কিছু মানুষ নিরর্থক ভাবে আসে। এদের একজন পরমা। এ নিয়ে অবশ্য পরমার আফসোস নেই।পৃথিবীতে সবাই যদি মহৎ হতেই আসে,তবে মহৎ-কে মহৎ বলে স্বীকৃতি দিবে কারা? এরচেয়ে বরং সাধারণ হওয়ার আনন্দ বেশি। তবে পরমা সাধারন হলেও অসাধারণভাবে ভালোবেসেছে আরেকটি সাধারন ছেলেকে।

মঈন।

বয়স ৩৫।

বেসরকারি একটি ব্যাংকের অ্যাসিসট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার। বিগত ছয় বর্ষা ধরে চলছিলো তাদের কদম বিলাস। পৃথিবীর প্রত্যেক প্রেমিক প্রেমিকা তাদের প্রেমকে মৌলিক ভেবে আত্মতুষ্টিতে ভোগে। পরমাও ঠিকঠিক ভেবেছিলো তাদের প্রেমের শেষ পাতায় চোখের পানি থাকবে না । শেষ অধ্যায়ে বিষাদ কে চায়?

বিয়ের কথাবার্তা ঠিকঠাক হলো গত পরশু। আর চারদিন পর বিয়ে ।
পরমা তখন থেকেই অপ্রকাশিত আনন্দে প্রহর গুণছে মঈনকে নিজের করে পাবার। স্বপ্ন মাঝেমাঝে সত্যি হয়, একথা পরমা বিশ্বাস করা শুরুই করে দিয়েছিলো।
ঠিক তখনি বিবাহ দেবতা নড়ে চড়ে বসলেন।

গলা খাকাড়ি দিয়ে বললেন, “এ বিয়ে অসম্ভব…”
তা না হলে সুদূর সিলেটের পুটিজুরি থেকে মঈনের আগের বউ তার ৪ বছরের বাচ্চা নিয়ে ছুটে আসবে কেনো? কেনো শখ জাগবে কালবোশেখীর ছুটে এসে শেকড় উপড়ে দিতে?

আজ সকালের কথা। পরমা ঘুম থেকে উঠে মুখহাত ধুয়ে কেবল দাঁত মাজছে। এমন সময় কাজের মেয়েটা এসে বললো,

—আফা আপনেরে ডাকে।

—কে?

—চিনি না,কম বইস্যা এক বেডি,কয় চিনে আপনেরে।

—আচ্ছা যেয়ে বল বসতে ,আমি আসছি।

—আইছ্যা।

একটা টোস্ট মুখে পুরে পরমা ড্রয়িং রুমে উঁকি দিলো। তরুণীর চেহারায় দীর্ঘপথ ভ্রমণের ছাপ। চোখের লাল শিরা উপশিরাগুলো অপেক্ষায় আছে একদন্ড ঘুমের। রাতের পর রাত না ঘুমালে যেমন নেশাগ্রস্তের মতো লাগে,তেমন লাগছে মেয়েটিকেও৷

শ্রান্ত,তবুও স্নিগ্ধ মেয়েটিকে এক নজর দেখার পর সাথে সাথে চোখ গেলো পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চার উপর।

একি!

বাচ্চা ছেলেটার দিকে তাকিয়ে পরমার দেহ অসাড় হয়ে গেলো। অবিকল মঈনের মতো দেখতে। খাড়া নাক,মোটা অর্ধজোড়া ভ্রূ , কোকড়া চুল, কোথায় যেন একটা অদৃশ্য যোগসাদৃশ লক্ষ্য করছে পরমা। মনের ভুলও হতে পারে। বিশাল এই পৃথিবীতে একই চেহারার সাতজন আছে। মঈনের ভালো হলো, দু’জন মিলে বাকি পাঁচজনকে খুঁজতে পারবে।

সন্ত্রস্ত মনে মেয়েটার কাছেই বসলো পরমা। দুজনই চুপ। কেউ কারো দিকে তাকাচ্ছে না। হঠাৎ মেয়েটি কান্না জড়ানো গলায় বললো,

-আমি ইতি। মঈনের স্ত্রী। ৬ বছর আগে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। আমি শুনেছি এই মাসে ও আবার বিয়ে করছে। বিশ্বাস করেন আমি এই ব্যাপারে কিছুই জানতাম না।

পরমার মনে হলো সে স্বপ্ন দেখছে। স্বপ্ন নয় ঠিক,দুঃস্বপ্ন।প্রতিক্রিয়াহীন অবস্থায় শূন্য দৃষ্টিতে বসে রইলো পরমা। ছোটোবেলায় ‘বরফপানি’ নামে একটা খেলা ছিলো। সেখানে প্রতিপ্রক্ষ “বরফ” বললে স্ট্যাচুর মতো দাঁড়য়ে থাকার নিয়ম। পরমার মনে হচ্ছে ইতি নামের এই মঈনপত্নী তাকে ‘বরফ’ বানিয়ে দিয়েছে।

ইতি তখনও কাঁদছে। বাচ্চাটা ফুলদানির দিকে আগ্রহসহকারে তাকিয়ে নাকের ভেতর আঙুল ঢুকাচ্ছে।

ইতি আবার বললো,
—আপনি কি জানতেন ও বিবাহিত?
—না। অনেক কষ্টে গলা দিয়ে শব্দ বের করলো পরমা।
—আল্লার দোহাই লাগে, এই বিয়েটা হইলে বাচ্চাটাকে নিয়ে আত্মহত্যা ছাড়া আর কোনো গতি নাই…এতবছর ধরে ও এসব করছে আমি ঘুণাক্ষরেও টের পাইনাই…

আরও কি কি যেন বলছে মঈনের স্ত্রী৷ পরমা শুনতে পাচ্ছে না। হঠাৎ জোর গলায় পরমা বললো, “এ বিয়ে হচ্ছে না।আত্মহত্যা করতে হবেনা, আপনি নিশ্চিন্ত থাকুন। “

আবার নেমে এলো পিন পতন নিস্তব্ধতা। পাশের রুম থেকে খালার কথা ভেসে আছে। কাকে যেন বলছেন,
” হলুদের দিন আমারেও কেউ মেন্দী দিয়া দিস…অনেকদিন মেন্দী লাগাই না…”

এরপর সমস্বরে হাসি।

ইতি তখনও কান্না থামাতে পারছে না, এখন বরং জোর বেড়েছে। এখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।

পরমা ইতিকে লক্ষ্য করলো৷

ক্ষীন দেহ, ফর্সা গালের উপর বাদামী আস্তরণ। চুলার ধারে থাকতে থাকতে অমন হয়, পরমা জানে।
ঘন কালো চুলগুলো কোমড় ছাড়িয়েছে। রঙচটা কামিজ, সাথে বড় একটা ওড়নায় নিজেকে আবৃত করা মেয়েটার দিকে পরমা কিছুক্ষন স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলো।

পরমার কান্না পাচ্ছে হঠাৎ। মফস্বল শহরের এই মেয়েটিই আজকের বিজয়ী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ বিজয় এসেছে। পরমার উচিত তাকে অভিবাদন জানানো।
তা না করে পরমার কান্না পাচ্ছে কেনো?
পরমা কি ঈর্ষান্বিত?
কোমড় ছাড়ানো ঘন চুল কিংবা কোকঁড়া চুলের সেই শিশুর অস্তিত্বের প্রতি?

 

ইতিকে বিদায় দিয়ে বাথরুমে ঢুকে বমি করে পরমা । ইদানীং তার খুব বমি আসে ঘুম থেকে ওঠার পর । পিরিয়ড প্রায় দেড়মাস ধরে বন্ধ। তড়িঘড়ি করে বাসায় রাজি করিয়েছে বিয়ের জন্য। বাতাসে এখন শুধুই বিয়ের ঘ্রাণ। বড় ফুপি, জ্যাঠা, ছোটো মামা সবাই এসেছেন বিয়ের অনুষ্ঠান উদ্দেশ্যে। মেজো ফুপু আর পরমার আব্বা গেছেন কম্যুনিটি সেন্টার ফাইনাল করতে। এখন তাদেরকে বলার মতো কিছু খুঁজে পাচ্ছেনা পরমা। সেই তখন থেকেই পরমা রাত তিনটার অপেক্ষা করছে। সারাদিন মঈন অসংখ্যবার ফোন দিয়েছে, পরমা কথা বলার প্রয়োজনবোধ করেনি। বিজয়ী ঘোষণা হয়ে গেছে। যেখানে ফলাফল অনড়, সেখানে কথা বলা অর্থহীন।

পরমা ঘড়ি দেখলো আবার। তিনটা বাজতে ছয় মিনিট বাকি। চোখ বন্ধ করে পরমা তার পুরো জীবনটা দেখতে পাচ্ছে। আর কখনো পৌষের কুয়াশা দেখা হবে না।
দেখা হবে না সদ্য প্রস্ফুটিত রঙিন ফুল, কোমল রোদ, ব্যস্ত নগরী, কিশোরীর হাসি কিংবা বেলী ফুলের মালা। কখনো সমুদ্র দেখেনি পরমা। যখন থেকে সমুদ্র ব্যাপারটা আকর্ষণ করে, তখন থেকেই জেনেছে সেখানে মঈনের সাথে যাবে। পরমা ঘ্রাণ পায়নি কাঁদামাখা পাহাড়ী রাস্তা কিংবা গহীন কোনো জঙ্গলেরও। হঠাৎ করে বুনো সাপ দেখে চমকে ওঠা হয়নি। হয়নি জীবনানন্দ -নির্মলেন্দুর সব কবিতা পড়াও।

তিনটা বাজাতে আর তিন মিনিট বাকি। সময় ঘনিয়ে আসছে। এই মুহূর্তে পরমার সবচেয়ে প্রিয় কবিতাটা মনে পড়ছে,

“ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা,
ভালো থেকো, ভালো থেকো..”

পরমার কি খারাপ লাগছে? সে কি ফিরে আসতে চায় সিদ্ধান্ত থেকে?
এমন সন্দেহগ্রস্ত হবার জন্য নিজেকে শাসায় সে , অনেকগুলো মিডাজোলাম খাওয়ায় পরমার ঘুম ঘুম লাগছে, শরীরের ছন্দপতন হচ্ছে।

তিনটা বাজতে আর এক মিনিট।

পরমা টুলের উপর দাঁড়ালো। শক্ত সিলিং হতে বাধা মধুবনী ওড়নায় আদুরে ছানার মতো গলা ঢুকালো পরমা। তন্দ্রাভাব প্রকট হচ্ছে। মনে হচ্ছে ঘোড়ার মতো দাঁড়িয়ে ঘুমিয়ে পড়বে নাকি!
না ঘুমানো যাবে না, হাতের কাজটা শেষ করলেই চিরস্থায়ী ঘুম। এই ঘুম আর ভাঙবে না, স্থায়ী মুক্তি।

ফাঁসের মধ্যে গলা ঢুকালো পরমা। বিছানার ওপর আরএফএলের একটা সবুজ চেয়ার ,তার উপর পরমা। কালকেই কেনা হয়েছে অনেকগুলো চেয়ার। ফাঁস ঢুকাতে ঢুকাতে হঠাৎ করে পরমার ইচ্ছে হলো এক দন্ড সমুদ্র দেখার। মনে হচ্ছে সাগর না দেখে মরলে জীবনটাই বৃথা যাবে।

কি আশ্চর্য! এরকম গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন ইচ্ছা জাগে কেনো?

পরমা কি বাঁচতে চায়?

প্রাণ ভরে সাগরের ঘ্রাণ নিয়ে জীবনটাকে কি আরেকবার সুযোগ দেওয়া যায়?
ঢুলুঢুলু চোখে পরমা সিদ্ধান্ত নিলো এ যাত্রা স্থগিত করার। সে বাঁচতে চায়, ডলফিনের মতো সমুদ্রে ঝাঁপটাতে চায়, তার শিশুকে মায়ের ভালোবাসা দিতে চায়। এখনই মাটির গভীরে যেতে সায় দিচ্ছেনা মন ।

চেয়ার থেকে নামার সিদ্ধান্ত নিলো মেয়েটি ,সাথে করলো সামান্য একটা ভুল মিডাজোলামের কাছে হেরে গেলো পরমা। নামার সময় পা ফসকে একটু দূরে চলে গেলো চেয়ার। মাত্র এক পা চেয়ারের উপর, কোনোভাবেই আরেক পা’কে চেয়ারের উপর রাখতে পারছে না। দুই হাতও পেছনে বেঁধে রেখেছে যাতে এ যাত্রায় মুক্তি অসম্ভব হয়। নামার চেষ্টা করার আগেই হাতদুটো খোলা উচিত ছিলো।
অসময়ে সমুদ্র দেখার বাসনা হবে কে জানতো?

পরমা হাঁসফাঁস করছে। অক্সিজেনের অভাব হচ্ছে। ডাকার চেষ্টা করলো, মা, বাবা, কিংবা অন্য কাউকে।

কেউ কি জেগে আছো? ভুল করে পেঁচিয়ে যাচ্ছি আমি। দম বন্ধ হয়ে যাচ্ছে। শরীর ক্রমেই নিস্তেজ হচ্ছে। কেউ কি বাঁচাতে পারো? একটু সমুদ্র দেখতে চাই, সাথে একটু পাহাড়, সাথে খানিক মেঘমালা।

রাত তিনটা। কেউ জেগে নেই। হঠাৎ একটা টিকটিকি কোথা থেকে যেনো ‘টিকটিক’ করে উঠলো। সেই শব্দ কি আশা জাগানিয়া ছিলো?

খুব সম্ভবত। এক পা থেকে দুটো পা’ই এখন চেয়ারের বাইরে। চেয়ারটা দূরে পড়ে আছে মাটিতে।

রাত তিনটা সাত। একটি মেয়ে মধুবনি ওড়না গলায় সিলিং হতে লম্বভাবে ঝুলছে। এই মেয়েটি বাঁচতে চেয়েছিলো। এই মেয়েটি ভালোবেসেছিলো। এই মেয়েটি শেষ সময়ে কিছু অক্সিজেন চেয়েছিলো। এর মেয়েটির জন্য বাতাসে ছিলো বিয়ের ঘ্রাণ…

Category
Tags

2,987 Responses

  1. অসংখ্য ধন্যবাদ । এ সুন্দর গল্পের জন্য। পরমার জীবনটাকে আর একটু দীর্ঘায়ূ করলে আরও সুন্দর হতো বলে মনে হয়।

  2. Your writing has a way of resonating with me on a deep level. It’s clear that you put a lot of thought and effort into each piece, and it certainly doesn’t go unnoticed.

  3. أنابيب الصلب الكربوني المستخدمة لنقل المياه عالية الحرارة هي أيضًا إحدى علامات الجودة في مصنع إيليت بايب. تم تصميم هذه الأنابيب لتحمل الظروف القاسية، مما يوفر أداءً موثوقًا في البيئات المتطلبة. بفضل سمعتنا في التميز في العراق، يمكنك الوثوق بأن أنابيب الصلب الكربوني لدينا مصنوعة وفقًا لأعلى المعايير. تعرف على المزيد عبر elitepipeiraq.com.

  4. Ваш гид в мире строительства https://zip.org.ua и ремонта. Советы специалистов, пошаговые инструкции, полезные статьи и ответы на популярные вопросы.

  5. Женский портал https://abuki.info мода, красота, здоровье, семья, карьера. Советы, тренды, лайфхаки, рецепты и всё, что важно для современных женщин.

  6. Туристический портал https://feokurort.com.ua необычные маршруты, вдохновляющие истории, секреты бюджетных путешествий, советы по визам и топовые направления для отдыха.

  7. Строительная компания https://as-el.com.ua выполняем строительство жилых и коммерческих объектов под ключ. Полный цикл: проектирование, согласование, строительство и отделка.

  8. На строительном портале https://avian.org.ua вы найдете всё: от пошаговых инструкций до списка лучших подрядчиков. Помогаем реализовать проекты любой сложности быстро и удобно.

  9. Всё о ремонте на одном сайте https://comart.com.ua Портал по ремонту предлагает обзоры материалов, рейтинги специалистов, советы экспертов и примеры готовых проектов для вдохновения.

  10. Летайте выгодно с Pegasus Airlines предлагаем доступные билеты, удобные маршруты и современный сервис. Внутренние и международные рейсы для комфортных путешествий.

  11. Steam Desktop Authenticator https://authenticatorsteam.com is the perfect tool for managing Steam security via PC. It replaces the mobile authenticator, allowing you to generate Steam Guard codes, confirm trades and logins. Ease of use and reliable protection make this program indispensable for every Steam user.

  12. Планируете карьеру или хотите узнать больше о своем рынке труда? На нашем сайте https://zlojnachalnik.ru вы найдете подробную информацию о профессиях, их перспективах и уровнях зарплат. Получите ценную информацию, чтобы сделать осознанный выбор и достичь своих профессиональных целей. Узнайте всё о современных профессиях: от востребованности на рынке до уровня заработной платы.

  13. Официальный сайт https://1winpromobk.ru, где вы найдете актуальные промокоды и бонусы для 1Win. Получите эксклюзивные предложения, такие как 500% на первый депозит и бесплатные спины. Присоединяйтесь прямо сейчас, чтобы воспользоваться всеми преимуществами и начать выигрывать!

  14. Какое программное обеспечение https://www.cctvforum.ru для видеонаблюдения является лучшим? Какой сервис видеонаблюдения как услуги (VSaaS) наиболее простой и удобный в использовании?

  15. Официальный сайт https://1winpromobk.ru, где вы найдете актуальные промокоды и бонусы для 1Win. Получите эксклюзивные предложения, такие как 500% на первый депозит и бесплатные спины.

  16. Steam Desktop Authenticator steamdesktopauthenticator.me is a PC application that makes it easier to use two-factor authentication on Steam. By replacing the mobile authenticator, it allows you to confirm trades, purchases, and account logins, providing a high level of security and ease of use.

  17. Официальная страница диана шурыгина новости. Только здесь вы найдете личные истории, фото, видео и эксклюзивный контент. Узнавайте первыми о новых проектах и наслаждайтесь моментами её жизни. Подписывайтесь, чтобы быть всегда на связи!

  18. Онлайн слив курсов https://sliv-kursov213.ru простой способ получить знания из популярных онлайн-курсов. Развивайтесь в своем темпе, выбирайте интересующие темы и экономьте на образовании. Здесь вы найдете материалы для саморазвития, карьерного роста и хобби.

  19. Смотрите аниме онлайн https://reanime.net на русском! Огромная коллекция сериалов и фильмов в хорошем качестве. Все популярные аниме с русской озвучкой и субтитрами. Удобно, бесплатно, в отличном качестве.

  20. Доставка грузов из Китая https://cargotlk.ru под ключ. Организуем перевозки любых объемов: от документов до крупногабаритных грузов. Авиа, морская и автодоставка. Полное сопровождение, таможенное оформление, страхование.

  21. DocReviews https://docreviews.com.ua это платформа, где пациенты могут оставлять отзывы о врачах. Мы стремимся помочь людям найти лучшего врача для своих нужд, предоставляя им доступную и достоверную информацию.

  22. Все о компьютерных играх lifeforgame.ru обзоры новых проектов, рейтинги, детальные гайды, новости индустрии, анонсы и системные требования. Разбираем особенности геймплея, помогаем с настройками и прохождением. Следите за игровыми трендами, изучайте секреты и погружайтесь в мир гейминга.

  23. balloon казино играть balloon игра Ballon — идеальный выбор для азартных РёРіСЂРѕРєРѕРІ.

  24. Обнаружьте новые стратегии РЅР° автомате Ballon.: balloon казино – balloon казино демо

  25. Играйте РІ Ballon Рё наслаждайтесь процессом.: balloon игра – balloon казино

  26. Играйте Рё выигрывайте РЅР° автомате Ballon!: balloon game – balloon казино играть

  27. Игровые автоматы доступны всем желающим.: balloon казино – balloon игра на деньги

  28. Игровые автоматы Ballon Р¶РґСѓС‚ СЃРІРѕРёС… героев.: balloon казино – balloon казино официальный сайт

  29. Заходите РІ казино, чтобы испытать удачу.: balloon игра – balloon игра

  30. Ballon радует РёРіСЂРѕРєРѕРІ разнообразием функций.: balloon game – balloon казино

  31. Выигрывайте большие СЃСѓРјРјС‹ РЅР° автоматах!: balloon казино – balloon игра

  32. balloon казино официальный сайт balloon казино Ballon радует РёРіСЂРѕРєРѕРІ разнообразием функций.

  33. Игровой автомат — это развлечение Рё шанс.: balloon game – balloon казино играть

  34. Заходите РІ казино, чтобы испытать удачу.: balloon казино – balloon казино играть

  35. Магазин печей и каминов https://pech.pro широкий выбор дровяных, газовых и электрических моделей. Стильные решения для дома, дачи и бани. Быстрая доставка, установка и гарантия качества!

  36. Игровые автоматы доступны всем желающим.: balloon игра – balloon казино демо

  37. Азартные РёРіСЂС‹ РїСЂРёРЅРѕСЃСЏС‚ радость Рё азарт.: balloon казино – balloon game

  38. Играйте СЃ СѓРјРѕРј, РЅРѕ РЅРµ забывайте Рѕ веселье.: balloon игра – balloon игра на деньги

  39. Сыграйте РЅР° деньги, почувствуйте азарт!: balloon game – balloon казино играть

  40. Казино — это место для больших выигрышей.: balloon game – balloon казино официальный сайт

  41. Аккредитованное агентство pravo-migranta.ru по аутстаффингу мигрантов и миграционному аутсорсингу. Оформление иностранных сотрудников без рисков. Бесплатная консультация и подбор решений под ваш бизнес.

  42. Find the Perfect Clock https://clocks-top.com/ for Any Space! Looking for high-quality clocks? At Top Clocks, we offer a wide selection, from alarm clocks to wall clocks, mantel clocks, and more. Whether you prefer modern, vintage, or smart clocks, we have the best options to enhance your home. Explore our collection and find the perfect timepiece today!

  43. Moderni nabytek botnik do kazdeho interieru – od minimalismu po klasiku. Vice nez 1000 modelu skladem. Online objednavka, pohodlna platba, pomoc navrhare. Zaridte svuj domov pohodlim!

  44. Woah! I’m really enjoying the template/theme of this website. It’s simple, yet effective. A lot of times it’s challenging to get that “perfect balance” between user friendliness and appearance. I must say that you’ve done a superb job with this. Also, the blog loads extremely fast for me on Safari. Outstanding Blog!

  45. I am sure this article has touched all the internet visitors, its really really pleasant post on building up new web site.

  46. I just could not depart your web site prior to suggesting that I actually enjoyed the standard info a person supply in your guests? Is going to be back frequently in order to investigate cross-check new posts

  47. Ahaa, its good dialogue on the topic of this paragraph here at this webpage, I have read all that, so at this time me also commenting here.