ভীষণ ভারাক্রান্ত মনে লিখতে বসেছি। মিনিট বিশেক আগে শেষ করলাম কালো মলাটের একটি বই “ক্রাচের কর্ণেল”। লেখক- ২০১৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার প্রাপ্ত শাহাদুজ্জামান।
এক মাস আগে সংগ্রহ করা হলেও বইটি পড়তে একটু দেরিই হয়ে গেলো। এই বই নিয়ে নতুন করে কিছু বলার ভাষা, কিংবা যোগ্যতা কোনোটিই আপাতত নেই। পড়া শেষ করে বই নিয়ে স্তব্ধ হয়ে বসে আছি বেশ কিছুক্ষণ ধরে। চোখ দিয়ে অনবরত বৃষ্টি ঝড়ছে।
বইটি পড়েছেন এমন মানুষের সংখ্যা অনেক, কিন্তু পড়েননি —এমন মানুষের সংখ্যা আরও বেশি। রাজনীতি নিয়ে আপনার আগ্রহ থাকুক, কিংবা না থাকুক, দেশপ্রেমিক হোন বা না হোন, বাংলাদেশে বাস করেন বা না করেন , যে কোনো অবস্থাতেই এই বইটি পড়া উচিত। একটা দেশের উত্থান-পতনের যে সূক্ষ্ম বর্ণনা এই বইয়ে পেয়েছি, তা এতদিনের পাঠ্যপুস্তকে বন্দী গদবাঁধা একতরফা রচনায় অনুপস্থিত ছিলো।
সাড়ে তিনশো পৃষ্ঠার এই বইটি শুরু করলে থামা সত্যিকার অর্থেই মুশকিল। আমি বিগত দুই দিন স্বাভাবিকভাবে জীবন চালিয়ে গেলেও কোথাওই পুরোপুরি মনোনিবেশ করতে পারিনি। আমার মন পড়ে ছিলো এই বইয়ের পৃষ্ঠায়, আচ্ছন্ন অবস্থায়। শেষ দু’টি দিন আমি দেখতে পেয়েছি একজন যুদ্ধাহত কর্ণেল তাহেরকে। দেখেছি তাঁর স্বল্প শিক্ষিত কিন্তু বৃহৎ স্বপ্ন চোখের মা আশরাফুন্নেসাকে। পড়তে পড়তে মন্ত্রমুগ্ধের মতো হারিয়ে গিয়েছি এই দেশের শেকড়ে।
শেষ পনের পৃষ্ঠায় নিজেকে কোনোভাবেই আটকে রাখা সম্ভব নয়। যুদ্ধে এক পা হারানো ক্রাচধারী এই কর্ণেল যখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী, বিশ্বাসঘাতকতার খেলায় হেরে গিয়ে যখন আসন্ন মৃত্যুর অপেক্ষা করছেন, কষ্টে বুকের ভেতর হাহাকার করেছে প্রতি মুহূর্তে। অপেক্ষা করছিলাম কোনো অলৌকিকতার, কোনোভাবে যদি নিষ্কৃতি ঘটে এই দড়ি থেকে!
অথচ রাজনীতির খেলা ভীষণ কঠিন, এখানে এসব কিছুই ঘটে না। ভোর চারটা এক মিনিটে ধরাস করে ফাঁসির কাঠের ডালা পড়ার শব্দ শুনতে পান বাকি কারাবন্দীরা। এভাবে নিঃশেষ হয় একটি বিপ্লবী, অদম্য প্রাণের যিনি একবারের জন্যও নিজের প্রাণ ভিক্ষা চান নি বিচারপতি সায়েম কিংবা জিয়াউর রহমানের কাছে। যিনি শুরু থেকে স্বপ্ন দেখছিলেন একটি পরিপক্ক পরিপূর্ণ সমাজতান্ত্রিক বাংলাদেশের।
.
ইতিহাস গল্পের আকারে পড়তে চাইলে অবশ্যই এই বইটি পড়া উচিত। এছাড়া লেখক শাহাদুজ্জামানের ব্যাপারে কিছু না বলে পারছি না। এই বছরে পড়া সেরা তিনটি বইয়ের মধ্যে একটি হচ্ছে ‘ক্রাচের কর্ণেল’। ” ইতিহাস মানেই যে বোরিং প্রেজেন্টেশন ” এই কথাকে আকাশে ছুঁড়ে দিয়ে শাহাদুজ্জামান ভাইয়ের এই মাস্টারপিসটি বেঁচে থাক হাজার বছর। আলোকিত হই আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা।
Tags

8 Responses

  1. ক্রাচের কর্নেল বইটা একটা ফিকশন। এর পুরোটা সত্য নয়। কিছু মিথ আর সত্য মিলিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট শাহাদুজ্জামান দারুণ একটি বই লিখেছেন। এই বই যেমন প্রশংসিত তেমনি সমালোচিত।

  2. الأنابيب المتخصصة في العراق في مصنع إيليت بايب في العراق، نفتخر بتقديم مجموعة متنوعة من الأنابيب المتخصصة لتلبية الاحتياجات الصناعية والعلمية المختلفة. أنابيب الزجاج الخاصة بنا، المثالية للاستخدام في المختبرات، تم تصنيعها بدقة لضمان الوضوح والمتانة. هذه الأنابيب مثالية للتعامل مع ومراقبة التفاعلات الكيميائية في ظروف محكمة. يشتهر مصنع إيليت بايب بالجودة والموثوقية، حيث يحدد معايير إنتاج أنابيب الزجاج في العراق. لمزيد من المعلومات، قم بزيارة موقعنا: elitepipeiraq.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *